Friday, December 4

কানাইঘাটে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করলেন সেলিম উদ্দিন এম.পি


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করলেও দেশের উন্নয়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছে। কানাইঘাট জকিগঞ্জের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড তিনি তুলে ধরে বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা পেলে কানাইঘাটের অবকাঠামো রাস্তাঘাট শিপ্রতিষ্ঠান, বিদ্যুতায়ন সহ সকল গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কর্মকান্ড ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। সেলিম উদ্দিন এমপি শুক্রবার বিকেল ৪টায় প্রায় ৯০ লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন পরবর্তী আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বানীগ্রাম ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও যুবলীগ নেতা জিয়া উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুদ আহমদ, জেলা জাপা নেতা শাহাব উদ্দিন, এড. আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এড. মামুন রশীদ, এড. আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। বক্তব্য রাখেন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, আ’লীগ নেতা ফারুুক আহমদ, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলফাতুল হক, সমাজসেবী আব্দুল মুছব্বির, ইউপি সদস্য রফিক আহমদ,ছাত্রলীগ নেতা সাদেক আহমদ,ডালিম আজাদ চৌ,জাহিদ আহমদ,আবু জহর,তারেক আহমদ ও আওয়ামীলীগ,জাপা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সেলিম উদ্দিন এমপি কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ধনা নদীতে এক কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ব্রীজ এবং ৪০ লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট কুওরের মাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমী ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়