Wednesday, December 16

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

কানাইঘাট নিউজ ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল নেমেছে। কপালে লাল-সবুজ, হাতে জাতীয় পতাকা। পোশাকেও লাল-সবুজের সরব উপস্থিতি। অনেকের হাতে শোভা পাচ্ছে ব্যানার। অনেকের কণ্ঠে শোনা যাচ্ছে দেশের গান।

সকাল ৬টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে আওয়ামী লীগের হয়ে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে আরেক দফা শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

সকাল ৬টা ৪৭ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক।

সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার ভিড়। চারদিক থেকে মানুষের স্রোত গিয়ে মিশতে থাকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়