Friday, December 18

পৌষের ভোরে এক পশলা শীতের মেঘ

পৌষের ভোরে এক পশলা শীতের মেঘ

কানাইঘাট নিউজ ডেস্ক:: পৌষের ভো‌রে জুবুথুবু শী‌তের স‌ঙ্গে বৃ‌ষ্টির স্নিগ্ধতার ছোঁয়া পে‌য়ে‌ছেন নগরবাসী। শীত যা‌দের কা‌ছে উপ‌ভো‌গের এ‌তে তারা পেয়েছেন বাড়‌তি সুখ। শুক্রবার সকালটা ছিলো এমন-ই। এক পশলা মে‌ঘের ছোঁয়া দি‌য়ে রাজধানী‌তে নাম‌ছে আরও শীত। আ‌ছে কুয়াশাও। নগরবাসী টের পেতে শুরু করেছে শীতের তীব্রতা।

কুয়াশা আর বৃ‌ষ্টির মি‌শে‌লে একটু স্যাঁতস্যাঁতে হ‌য়ে গে‌ছে রাস্তাঘাট। এজন্য প্র‌তি‌দি‌নের ম‌তো ধু‌লোবা‌লির ঝক্কি নেই।

আবহাওয়া পূর্বাভাস অনুযা‌য়ী উত্তরের জনপদ রাজশাহী রংপুরসহ সারাদেশেই বাড়‌তে থাক‌বে শীতের তীব্রতা। মৃদু শৈত্য প্রবাহের কারণে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়াও থাক‌বে তার সঙ্গে।

আর জানুয়ারির প্রথম সপ্তাহেই তীব্র শৈত প্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ত‌বে বৃ‌ষ্টি আর শীত যতই স্নিগ্ধতা বয়ে আনুক না কেন নগরজীব‌নে, তার সঙ্গে দু‌র্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়