Thursday, December 17

কানাইঘাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সোহেল আমিনের ব্যাপক গণসংযোগ


নিজস্ব প্রতিবেদক: আসন্ন কানাইঘাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আমিন নির্বাচনী মাঠে ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। বিগত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেল আমিন এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে ভোটারদের নজর কাটতে সক্ষম হয়েছেন। এলাকার নানা শ্রেণি পেশার মানুষ সোহেল আমিনের প্রতি সমর্থন জানিয়ে তাকে নির্বাচনী মাঠে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। গত দু’দিনে সোহেল আমিন পৌরসভার বিষ্ণুপুর, কান্দেবপুর, রায়গড়, মহেষপুর, নয়াখলা, নয়াতালুক, দুর্লভপুর, খেলুরবন্দ, উত্তর দলইমাটি, ডালাইচর, নয়ামাটি, নন্দিরাই, কানাইঘাট পৌর শহরে ব্যাপক গণ সংযোগ চালিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা করেন। গণসংযোগকালে সোহেল আমিনের সাথে এলাকার মুরব্বীয়ান ও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী সোহেল আমিন জানান, নির্বাচনী মাঠে তিনি দলমত নির্বিশেষে সবার অকুন্ঠ সমর্থন পাচ্ছেন। স্থানীয় সরকারের এ নির্বাচনে ভোটাররা দল সমর্থিত প্রার্থীদের সমর্থন না করে এলাকার উন্নয়নে যিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন তাকে নির্বাচিত করবে। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি ও ইসলামী দলের অনেক নেতাকর্মী ও আলিম উলামারা তার পক্ষে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়