Tuesday, December 8

কোম্পানীগঞ্জে সন্ধ্যা নামলেই ডাকাত ‘আতঙ্ক’


কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা এখন ডাকাত আতঙ্কে রয়েছেন। সন্ধ্যা হলেই তাদের চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। যতক্ষণ কোয়ারীতে থাকেন, তাদের সময় কাটে ভয় আর আতঙ্কে। এখানে ডাকাত চক্র বেপরোয়া হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী-ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন অনেকে। কখনো অস্ত্র ঠেকিয়ে, কখনো ছুরিকাঘাত করে টাকাকড়ি ছিনিয়ে নিচ্ছে ডাকাত চক্র। এদিকে, মাঝে-মধ্যে কিছু ডাকাত পাকড়াও হলেও উদ্ধার হচ্ছেনা ডাকাতি হওয়া টাকা। আর সবকিছু হারানোর ভয় ও আতঙ্কে ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। উপার্জনক্ষম ব্যক্তি ডাকাতির শিকার হওয়ায় বেশির ভাগ পরিবারই এখন পড়েছেন চরম অনিশ্চয়তায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারীতে সন্ধ্যা নামলেই মুখোশধারী ডাকাতদের তৎপরতা বেড়ে যায়। গত কয়েকদিনে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যবসায়ী ও খেটে খাওয়া শ্রমজীবিদের উপার্জনের টাকা খোয়ানো গেছে। অনেকে আবার ডাকাতদের অস্ত্রের আঘাতে আহতও হয়েছেন। গত সোমবার রাতে হাবিব-হাছিব পে-লোডার সার্ভিসের একটি পে-লোডার দু’দফা ডাকাতদের কবলে পড়ে। রাত ৮টার দিকে দয়ারবাজারের পশ্চিমে গাড়িতে হানা দেয় মুখোশধারী ৭/৮ জনের ডাকাত দল। বুকে পিস্তল ঠেকিয়ে পে-লোডারের ম্যানেজার ও পাড়ুয়া গ্রামের বাসিন্দা ইন্তাজ আলী (৩৫) এর সাথে থাকা ২৫ হাজার ২শ’ টাকা ও চালক ফারুক আহমদ (২৯) এর সাথে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এসময় তাদের মারধর করে আহত করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি নয়াবাজার গোরস্তানের পাশে ফের ডাকাতদের কবলে পড়ে। অস্ত্রধারী ডাকাত দল চালক ডালিম (৩৬), হেলপার জুনেদ (২০) ও জুয়েল (১৮) কে প্রথমে মারধর করে আহত করে। এরপর তাদের তিনটি মোবাইল সেট ও ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন ডাকাতির শিকার ইন্তাজ আলী। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেকোনো মূল্যে ডাকাতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। ডাকাত ধরতে প্রতিদিনই পুলিশের অভিযান চলছে। উপজেলার বিভিন্ন স্পটে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ডাকাতি বন্ধে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দু’দিন আগে বর্ণি এলাকায় ‘ডাকাতবিরোধী’ পথসভা করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়