Monday, December 28

সিলেটের ৩ পৌরসভাতে পৌঁছালো সরঞ্জাম, প্রচারণা বন্ধ মধ্যরাত থেকে


ইমরান আহমদ, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ :: সিলেটের ৩ পৌরসভাতে পৌঁছেছে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ। জেলা নির্বাচন অফিস অন্যান্য আনুষাঙ্গিক প্রস্তুতি সেরে ফেলেছে। আজ সোমবার দিবাগত রাত ১২টায় বন্ধ হবে সকল নির্বাচনী প্রচারণা। দেশের অন্যান্য পৌরসভার সাথে আজ মধ্যরাতে সিলেট জেলার গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভার নির্বাচনী এলাকায় প্রার্থীদের সব ধরনের প্রচরণা বন্ধ হয়ে যাবে। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম সিলেটভিউ২৪ডটকমকে জানান, নির্বাচনে ভোট গ্রহণ করতে নির্বাচনী কর্মকর্তরা প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত রয়েছেন। রবিবার তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। নির্বাচনী কেন্দ্রের সকল ভোটগ্রহণ কর্মকর্তারাও প্রস্তুত। ওই কর্মকর্তা আরো জানান, পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে স্ট্যাম্প প্যাড, লাল গালা, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্র্যাশ সিল, অমোচনীয় কালি, হেসিয়ান বড় ব্যাগ ও হেসিয়ান ছোট ব্যাগসহ নির্বাচনী সব উপকরণ পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিরা ওইসব উপকরণ গ্রহণ করেছেন। এসব উপকরণ নির্বাচনের আগের ২৯ ডিসেম্বর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগের সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। বিভাগের ১৬টি নির্বাচনী এলাকার ৩ লাখ ৪০ হাজার ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন ৩০ ডিসেম্বরের দিকে। ওই দিনই ভোটাররা বেছে নিবেন তাদের পছন্দের পৌর পরিষদ। এদিকে সিলেট বিভাগের সিলেট জেলায় ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৫টি পৌরসভায় মেয়র পদে ৭৫ জন, কাউন্সিলর পদে ৫৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ৮১২ প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় পৌর নির্বাচনকে ঘিরে সাধারণের আগ্রহও বেশ তুঙ্গে। এদিকে রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকাগুলোতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। যা ৩১ ডিসেম্বর সকাল ৬ পর্যন্ত বলবৎ থাকবে। আর নির্বাচনী এলাকাতে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়