Tuesday, December 22

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি: শীতের মৌসুম বেশ কিছুদিন থেকে শুরু হলেও শীতের তীব্রতা বেড়েছে কয়েকদিন হলো। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে বেশ জেকে বসেছে শীত। সারাদেশে শীতের তীব্রতা শুরু হওয়ায় দরিদ্ররা পড়েছেন মহাবিপাকে। আর সারাদেশে শীতের তীব্রতা থাকলেও দেশে সবচেয়ে বেশী শীত পড়ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।

গত কয়েক দিনের হাড়কাঁপুনে শীতের রেশ অব্যাহত আছে। মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রকৃতির এই বিরূপ খেলা অব্যাহত থাকতে পারে আগামী কয়েক দিনেও।

এ বিষয়ে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশিদের জানান, এটি শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা এবং একই সঙ্গে এ মৌসুমে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

তিনি আরো জানান, আকাশে ঘন কুয়াশা না থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। তাপমাত্রার এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে।

গত ১৭ ডিসেম্বর থেকে জেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের সংখ্যা বাড়ছে। গরিব ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতে ছুটছেন কম মূল্যে গরম কাপড় কেনার জন্য।

এ ছাড়া খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। দেশের সবচেয়ে বেশী চা বাগান অবস্থিত শ্রীমঙ্গল উপজেলায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়