Friday, December 11

ফের আলোচনায় বসেছে দ. কোরিয়া ও উ. কোরিয়া

ফের আলোচনায় বসেছে দ. কোরিয়া ও উ. কোরিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: পারস্পরিক সম্পর্ক জোরদারে ফের আলোচনায় বসেছে দ. কোরিয়া ও উ. কোরিয়া। দু'দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এবং সম্পর্ক উন্নয়নে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভাইস সমন্বয়মন্ত্রী এবং প্রধান আলোচক হোয়াং বু-জি শুক্রবার তার উত্তর কোরিয়ার সহযোগীর সাথে আলাচনায় বসেছেন। এবার উত্তর কোরিয়ায় সীমান্তবর্তী কায়েসং শিল্পাঞ্চলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ২৬ নভেম্বর দুই কোরিয়ার সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ নামে পরিচিত পানমুনজমে উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা বৈঠকে বসেন।

গত আগস্টে সীমান্তে এক বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন এক বৈঠকে উত্তেজনা নিরসন করা হলেও সম্পর্ক জোরদারে গত নভেম্বর থেকে উদ্যোগী হয় উভয় দেশের প্রতিনিধিরা।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়