Monday, December 14

কানাইঘাটে কাউন্সিলর প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের সাথে সাথেই প্রার্থীর সমর্থকরা প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। মাইক বাজিয়ে নিজ নিজ প্রার্থীদের গুণগান কীর্তন করে গোটা পৌরসভা চষে বেড়াচ্ছেন। সোমবার উপজেলা রিটার্নিং অফিসার মোঃ খালেদুর রহমান প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন। কাউন্সিলরপদে ৪১ এবং সংরতি ১নং মহিলা ওয়ার্ডে ৩ জন প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১নং ওয়ার্ডে বর্তমান কমিশনার জাহাঙ্গীর আলম (উটপাখি) জামাল উদ্দিন (ব্রীজ), বদরুল আলম (পানির বোতল), রাসেল আহমদ (পাঞ্চাবী), সিরাজ উদ্দিন (ডালিম), ২নং ওয়ার্ডে বর্তমান কমিশনার শরীফুল হক (পানির বোতল), আব্দুল হান্নান (গাজর), জসিম উদ্দিন (টেবিল ল্যাম্প), মোঃ জাকারিয়া (পাঞ্চাবী), শামসুল হক (উটপাখি), হাজী নূরুল ইসলাম (ডালিম),৩নং ওয়ার্ডে বর্তমান কমিশনার হাজী আব্দুল মালিক (পানির বোতল), নজরুল ইসলাম (গাজর), বিলাল আহমদ (পাঞ্চাবী), মামুন রশিদ (উটপাখি),৪নং ওয়ার্ডে হারুন আহমদ (পানির বোতল), হাবিব আহমদ (পাঞ্চাবী), মোঃ জসিম উদ্দিন (উটপাখি), ইসলাম উদ্দিন (গাজর), ৫নং ওয়ার্ডে বর্তমান কমিশনার হাফিজ নূর উদ্দিন (পাঞ্চাবী), মোঃ ইসলাম উদ্দিন (গাজর), নূর মোহাম্মদ (টেবিল ল্যাম্প), আবুল বাশার (পানির বোতল), আবিদুর রহমান (উটপাখি), ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফখর উদ্দিন শামীম (উটপাখি), মাওলানা ফখর উদ্দিন (পাঞ্চাবী), কবির আহমদ (ব্ল্যাকবোর্ড), ৭নং ওয়ার্ডে মাসুক আহমদ (পানির বোতাল), মোঃ শহিদুল্লাহ (উটপাখি), হুসন আহমদ (ডালিম), মোঃ জমির উদ্দিন (গাজর), মুহিবুর রহমান (পাঞ্চাবী), ৮নং ওয়ার্ডে বর্তমান কমিশনার তাজ উদ্দিন (পানির বোতল), ইকবাল হোসেন (গাজর), এনাম উদ্দিন ভান্ডারী (ডালিম), মাওলানা ইবাদুর রহমান (পাঞ্চাবী), মোঃ রইছ উদ্দিন (ফাইল কেবিনেট), মোঃ শরীফ উদ্দিন (উটপাখি) ও ৯নং ওয়ার্ডে বর্তমান কমিশনার হবিব আহমদ (পাঞ্চাবী), শাহাব উদ্দিন (উটপাখি), জলাল উদ্দিন (পানির বোতল) ও সংরতি ১নং ওয়ার্ডে বর্তমান কমিশনার ফয়জুন নেছা (কাঁচি), গীতা রাণী দাস (মৌমাছি), ও রহিমা বেগমকে (ভ্যানিটি ব্যাগ) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, সংরতি ২ ও ৩নং ওয়ার্ডে একাধিক প্রতিদ্বন্দ্বি না থাকায় যথাক্রমে আছিয়া বেগম ও আছমা বেগমকে উক্ত ওয়ার্ড দুটিতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়