Saturday, December 26

সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইকু, সাধারণ সম্পাদক রেণু


সিলেট, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫ :: সিলেট প্রেসক্লাবের ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনে ইকরামুল কবির ইকু সভাপতি ও আব্দুর রশিদ রেণু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সিলেট নগরীর সুবিদবাজারস্থ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগণনা শেষে সন্ধ্যায় ভোটের ফলপ্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি পদে সময় টিভি ব্যুরো প্রধান ইকরামুল হক ইকু ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›িদ্ব ফিনান্সিয়াল এক্সপ্রেস'র প্রতিনিধি ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকি পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্ব›িদ্ব স্থানীয় দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস পান ৩৭ ভোট। প্রেসক্লাবের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আমজাদ হোসাইন, দেশ টেলিভিশনের প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী। দু'জনই ৪৭ টি করে ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্ব›িদ্ব স্থানীয় দৈনিক কাজির বাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী ১৬ ভোট, ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার হুমায়ুন রশীদ চৌধুরী পান ৩২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›িদ্ব একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ লাভ করেন ৩৫ ভোট। কোষাধ্যক্ষ পদে নয়াদিগন্তের প্রতিনিধি আফতাব উদ্দিন ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›িদ্ব স্থানীয় দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল পান ৩০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্ব›িদ্ব এটিএন নিউজ'র স্টাফ রিপোর্টার সজল ছত্রী পেয়েছন ৩৪ ভোট। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে স্থানীয় দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার আবু সাঈদ মো. নোমান ৬১ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব বাংলা ভিশনের সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীম পেয়েছন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে স্থানীয় দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী ৫৫, এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান ৫২ ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম ৪৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়