Saturday, December 26

কানাইঘাটে নির্বাচনী বিধিমালা লংঘন: ভ্রাম্যমাণ আদালতের ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায়


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে পৌর নির্বাচনী আচরণ বিধি মালা লংঘনের অপরাধে শনিবার নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মেয়র প্রার্থী ও ৩ কাউন্সিলর প্রার্থীকে মামলা দায়েরের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাচনী কার্যালয়ে এবং পৌরসভার বিভিন্ন এলাকায় দেয়ালে পোষ্টার লাগানোর অপরাধে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানকে ১০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী সোহেল আমীনকে ৫ হাজার টাকা এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসা কর্তৃক তার পোষ্টারে জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা এবং সকল পোস্টার অপসারনের নির্দেশ করে এ জরিমানা আদায় করা হয়। এছাড়া একই অপরাধে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আব্দুল মাকিলকে ৫ হাজার টাকা, একই ওয়ার্ডের নজরুল ইসলামকে ৫ হাজার টাকা, ৮নং ওয়ার্ডের শরীফ উদ্দিনকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এর আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেওয়ালে পোষ্টার লাগানোর একই অপরাধে আওয়ামীলীগ, জাপা, স্বতন্ত্র প্রার্থী ওলিউল্লাহ, নিজাম উদ্দিন আল মিজাকে সহ ৬ কাউন্সিলার প্রার্থীর বিরুদ্ধে ১০টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়