Friday, December 18

কানাইঘাটে চায়ের কাপে নির্বাচনী ঝড়


মাহবুবুর রশিদ: হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে পৌরসভার নির্বাচনী প্রচারনা এখন বেশ তুঙ্গে। প্রার্থী, ভোটার ও সমর্থকদের সরব প্রচারণায় ঝড় উঠেছে চায়ের কাপে, মুখরিত হয়ে উঠেছে গোটা কানাইঘাট পৌরসভা এলাকা। হাটবাজার অফিস-আদালত রেস্তোরা বিভিন্ন ক্লাব গুলো এখন পৌরসভা নির্বাচনের আলাপ আলোচনায় মুখরিত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পৌরসভার নির্বাচন। সর্বশেষ প্রার্থীতা প্রত্যাহারের পর কানাইঘাট পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন, মেয়র পদে আ’লীগের আহবায়ক বর্তমান মেয়র লুৎফুর রহমান, আব্দুর রহিম ভরসা (বিএনপি), বাবুল আহমদ (জাপা), তাজ উদ্দিন (জাসদ), হাফিজ মো. ইসলাম উদ্দিন (খেলাফত মজলিস), নিজাম উদ্দিন আল-মিজান (স্বতন্ত্র), মো. একেএম ওলিউল্লাহ (স্বতন্ত্র), সোহেল আমীন (স্বতন্ত্র)। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কমিশনার জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, বদরুল আলম, রাসেল আহমদ, সিরাজ উদ্দিন, ২নং ওয়ার্ডে বর্তমান কমিশনার শরীফুল হক, আব্দুল হান্নান, জসিম উদ্দিন, মো. জাকারিয়া, শামসুল হক, নূরুল ইসলাম, ৩নং ওয়ার্ডে বর্তমান কমিশনার আব্দুল মালিক, নজরুল ইসলাম, বিলাল আহমদ, মামুন রশিদ, ৪নং ওয়ার্ডে হারুন আহমদ, হাবিব আহমদ, মো. জসিম উদ্দিন, ইসলাম উদ্দিন, ৫নং ওয়ার্ডে বর্তমান কমিশনার হাফিজ নূর উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, নূর মোহাম্মদ,আবুল বাশার, আবিদুর রহমান, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফখর উদ্দিন শামীম, মাওলানা ফখর উদ্দিন, কবির আহমদ, ৭নং ওয়ার্ডে মাসুক আহমদ, মো. শহিদুল্লাহ, হুসন আহমদ, মো. জমির উদ্দিন, মুহিবুর রহমান, ৮নং ওয়ার্ডে বর্তমান কমিশনার তাজ উদ্দিন, ইকবাল হোসেন, এনাম উদ্দিন ভান্ডারী , মাওলানা ইবাদুর রহমান, মো. রইছ উদ্দিন, মো. শরীফ উদ্দিন ও ৯নং ওয়ার্ডে বর্তমান কমিশনার হাবিব আহমদ, শাহাব উদ্দিন, জলাল উদ্দিন ও সংরক্ষিত ১নং ওয়ার্ডে বর্তমান কমিশনার ফয়জুন নেছা, গীতা রাণী দাস ও রহিমা বেগম। উল্লেখ্য, সংরক্ষিত ২ ও ৩নং ওয়ার্ডে একাধিক প্রতিদ্বন্দ্বি না থাকায় আছিয়া বেগম ও আছমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়