Monday, December 14

চলতি সপ্তাহেই পে-স্কেলের গেজেট


ঢাকা: চলতি সপ্তাহের মধ্যেই নতুন বেতনকাঠামোর (পে-স্কেল) গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার বিকালে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে হেয়ার রোডের সরকারি বাসভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে নতুন কাঠামোতে পাবেন- এটা নিশ্চিত। আইন মন্ত্রণালয় কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। তারা সেটা করতে পারে না। অর্থ্যাৎ পয়লা জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন পাবেন তারা। সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়। এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়