Tuesday, December 22

কানাইঘাটে নির্বাচনী প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. জীবন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসার সমর্থনে মঙ্গলবার পৌর শহরে লিফলেট, গণসংযোগ পরবর্তী পূর্ব বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামীম, আলী আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মেয়র প্রার্থী রহিম উদ্দিন ভরসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলার শরিফুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শাখাওয়াত হোসেন জীবন তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে মতায় অধিষ্টিত আ’লীগ সরকার একতরফা ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে ফাকা মাঠে বিজয়ী হওয়ার জন্য দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা দেখাতে চায়। কিন্তু বিএনপি চ্যালেঞ্জ হিসাবে এ নির্বাচনে অংশগ্রহণ করছে। সারাদেশে বিএনপির সমর্থিত প্রার্থী ও সমর্থকদের হয়রানী করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে কানাইঘাট পৌরসভা সহ দেশের এক তৃতীয়াংশ পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে। তিনি ৩০ তারিখের নির্বাচনে পৌরবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দুঃশাসনের জবাব দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়