রশীদ আহমদঃ আমেরিকায় বসাবসরত সিলেটের কানাইঘাট বাসীদের সংগঠন "কানাইঘাট সোসাল ওয়েলফেয়ার সোসাইটি অফ ইউ এস এ আয়োজিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান নৈশ ভোজ (ডিনার পার্টি) গত ২৫শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে উক্ত নৈশ ভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি জনাব নাসিরুল হক।সংগঠনের কনভেনার ও ব্রুকলীনের বায়তুশ শরফ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ এর সাবলীল পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল্লাহ মনসুর।প্রধান অতিথি হিসেবে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন, দারুল উলূম নিউইয়র্কের শায়খুল হাদীস আল্লামা হাফেজ আবদুর রহীম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইজিং ইয়াং স্কলার জনাব সাকিল, জনাব ওয়াকিল ও হাফেজ শাহিদ হক।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফেজ আবদুর রহীম বলেন,আমরা যেন আমাদের প্রজন্মকে সর্বোপরি দ্বীন শিখতে পারি,সেজন্য সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জ্ঞানদান করা খুবই জরুরী।তাই হালাল উপার্জনের সাথে সাথে আমাদেরকে নতুন প্রজন্মদের দিকে বেশী বেশী খিয়াল রাখতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়কারী জনাব মরতুজ আলী,সহ সভাপতি জনাব ফয়জুল হক, জনাব মাহমুদ চৌধুরী, জনাব ডাঃ কাওসার রশীদ,ডাঃ জয়নাল আহমদ,মাওলানা নূর উদ্দিন, জনাব কামাল আহমদ,জনাব আতাউর রহমান, মাষ্টার ফয়েজ উদ্দিন ও জনাব ররকত উল্লাহ প্রমূখ।
কানাইঘাট সোসাল ওয়েলফেয়ার সোসাইটি অফ ইউ এস এ এর সভাপতি জনাব বদর উদ্দিন আহমেদ জরুরী একটি কাজে সিটির বাহিরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরেও সার্বিক খবরাখবর নেন এবং অনুষ্ঠানকে সফল করার জন্য তাঁর সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখেন।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারী জনাব নজরুল ইসলাম উপস্থিতি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,আমরা আমাদের ভিশন এবং মিশন কে সামগ্রিক ভাবে এগিয়ে নিতে আগামী দিনেও আপনাদের উপস্থিতি, পরামর্শ খুবই জরুরী।তাই আমরা আশা করছি আমাদের সংগঠনের আগামী দিনে যে সকল কর্মসূচী গ্রহণ করা হবে, সেই সকল কর্মসূচীতে আপনাদের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ সংগঠনকে আরো বেগবান করে তুলবে।
সংগঠনের কনভেনার মাওলানা জাকারিয়া মাহমুদ বলেন, আমরা যেন প্রবাসে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কমিউনিটিকে এগিয়ে নিতে পারি সেজন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।আর এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জনাব নাসিরুল হক বলেন, অনুষ্ঠান সফল ও সার্বজনীন করতে যে সব ব্যক্তিবর্গ সাহায্য ও সহযোগিতা করেছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ।ব্যতিক্রমধর্মী এই নৈশভোজে নারী পুরুষের পৃথক ব্যবস্থা সহ প্রায় দুইশত প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৈশ ভোজ অনুষ্ঠানে দো'য়া পরিচালনা করেন প্রধান অতিথি শায়খুল হাদিস হাফেজ মাওলানা আবদুর রহীম।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়