Tuesday, December 22

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পথে গ্রিস

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পথে গ্রিস

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বের একমাত্র রাষ্ট্র ফিলিস্তিন। যারা নিজেদের দেশে থাকলেও তাদের সবকিছুর ক্ষমতা যেন অন্যের হাতে। আর তাদের উপর অমানবিক অত্যাচার চালায় ইহুদি অবৈধ রাষ্ট্র ইসরায়েল। তবে এখন দিন কিছুটা হলেও বদলেছে ফিলিস্তিনবাসীদের। পাল্টা আক্রমণে তার এখন পেছনে পড়ে না। এরই মধ্যে জাতিসংঘ এবং ইউরোপিয় ইউনিয়নে উড়েছে ফিলিস্তিনের পতাকা।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৩৬টি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বেশ কিছু শক্তিশালী দেশ এখনো তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেসব রাষ্ট্রের মধ্যে ছিলো গ্রিস। তবে এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সব অানুষ্ঠানিক কাজ শুরু করেছে দেশটি।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে আজ গ্রিক পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

গত সপ্তাহে গ্রিসের বৈদেশিক বিষয়ক সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতক্রমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়