Saturday, December 26

কানাইঘাটে বিএনপি সমর্থিত প্রার্থী ভরসার পক্ষে ব্যাপক গণ-সংযোগ


নিজস্ব প্রতিবেদক: আসন্ন কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রহিম উদ্দিন ভরসার ধানের শীষ প্রতীকের সমর্থনে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় গত দু’দিন ধরে ব্যাপক গণ সংযোগ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত শুক্র ও শনিবার আব্দুর রহিম ভরসার সমর্থনে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া গত বৃহস্পতিবার বিএনপি সমর্থিত বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরে ধানের শীষ প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের গণ জোয়ার দেখে একটি কু-চক্রী মহল নির্বাচনী মাঠে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ধরনের অপপ্রচারে কান না দিয়ে ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়