Monday, December 21

কানাইঘাটে রাতে আধারে ২ শতাধিক গাছ কর্তন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির ছোটদেশ সতিপুর গ্রামে গত বুধবার গভীর রাতে কাতার প্রবাসীদের অর্থায়নে গড়ে উঠা একটি ফার্মের বিভিন্ন প্রজাতির দুই শতাধিক চারাগাছ কেটে ফেলা সহ খামারের একটি বসত ঘর ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কানাইঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনার সাথে জড়িতরা অদ্যবধি পর্যন্ত চিহ্নিত হয় নি। পুুলিশ চারাগাছ কেটে ফেলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে। সরেজমিনে ঘটনাস্থলে গেলে ছোটদেশ সতিপুর গ্রামের কাতার প্রবাসী আব্দুস সালাম জানান তিনি সহ তার অপর তিন প্রবাসী ভাই সহ মোট ৪০ জন কাতার প্রবাসী ও এলাকার উদ্যেক্তাদের নিয়ে ছোটেদেশ সতিপুর গ্রামের সুরমা ডাইকের পাশে ১৪ বিঘা জমি অধিকরন করে অর্ধকোটি টাকার পুঁজি নিয়ে গরু ও ছাগলের খামারের পাশাপাশি বৃক্ষরোপনের প্রকল্প হাতে নেন। দুই বছর পূর্বে অধিকরনকৃত জমির একটি অংশের প্রায় আড়াই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তারা। চারাগুলি বেড়ে উঠায় গত বুধবার গভীর রাতে প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা দুই শতাধিক গাছের চারা করাত কলের মেশিন দিয়ে কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। এছাড়া দুর্বৃত্তরা খামারের একটি ঘর ভাংচুর করে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। প্রবাসী আব্দুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এলাকার প্রবাসীরা মিলে মোটা অংকের টাকার পুঁজি নিয়ে এলাকার মানুষকে উদ্বোদ্ধ করার জন্য ছাগল ও গরুর খামার এবং বৃক্ষরোপনের প্রকল্প হাতে নিয়েছিলেন। কারো সাথে এলাকায় বিরোধও নেই। কিন্তু আমাদের এতবড় ক্ষতি করা হল। শুরুতেই আমাদের গাছের চারাগুলি কেটে ফেলে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। আমরা খামার করে দেখিয়ে দেব প্রতিহিংসা করে কোন ভাল কাজ আটকানো যায় না। এলাকার সর্বস্তরের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রবাসীরা হচ্ছেন দেশের সম্পদ। তাদের অর্থায়নে গড়ে উঠা খামারের যারা গাছের চারা কেটে ফেলে ক্ষয়ক্ষতি সাধিত করেছে তাদের যেন চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়