Tuesday, December 22

পৌর নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি


কানাইঘাট নিউজ ডেস্ক: পৌর নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে, বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে তারা জানান, দাবি করা হয়েছে সেনা মোতায়েনের। আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৯২৩ জন প্রার্থী ও কাউন্সিলর পদে ১ হাজার ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে বিএনপির ১২৩ জনের মতো প্রার্থী রয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়