Thursday, December 10

বিসমিল্লাহর গুরুত্ব


মাওলানা মুনীরুল ইসলাম: আরবি 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' অর্থ- পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহকে এক কথায় তাসমিয়া বলা হয়। বিসমিল্লাহর 'বা' হরফটি একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। এ জন্যই তাফসিরকাররা লিখেছেন, সব আসমানি কিতাবে যা রয়েছে এর সব সংরক্ষিত রয়েছে এক সূরা ফাতেহায়। আর এই সূরায় যা রয়েছে তা সন্নিবেশিত হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিমে। আর বিসমিল্লাহয় যা রয়েছে এর সব স্থান পেয়েছে বিসমিল্লাহর 'বা' হরফে। 'বা' হরফের তাৎপর্য হলো, এর দ্বারা একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর সম্পর্ক গড়ে তোলা হয়। অর্থাৎ পবিত্র কোরআন দ্বারা আল্লাহ তায়ালার সঙ্গে তাঁর বান্দার সম্পর্ক গড়ে তোলা হয়। আর বিসমিল্লাহ পাঠের মাধ্যমে মোমিন বলতেই এই সম্পর্কের কথা প্রমাণ ও প্রকাশ করতে হয়। বিসমিল্লাহতে আল্লাহ তায়ালার তিনটি নাম রয়েছে- আল্লাহ, রাহমান এবং রাহিম। 'আল্লাহ' শব্দটি আল্লাহ তায়ালার ৯৯টি পবিত্র নামের মধ্যে সর্বাধিক মহান এবং সুপরিচিত। অর্থের দিক থেকে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত। এই শব্দটির বহুবচন নেই। কেননা আল্লাহ এক, অদ্বিতীয়। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করো। যখন কোনো যানবাহনে আরোহণ করো, তখনও বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং আলহামদুলিল্লাহ পাঠ করো, তাহলে ভ্রমণকালে তোমার প্রতিটি পদক্ষেপে সওয়াব লেখা হবে। যে দোয়ার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকে, সে দোয়া ফেরত দেয়া হয় না। যে ব্যক্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে, তার জন্য আল্লাহ তায়ালা এর প্রতিটি হরফের বিনিময়ে চার হাজার নেকি দান করেন, চার হাজার গোনাহ মাফ করে দেন এবং তার জন্য চার হাজার সম্মান বাড়িয়ে দেন।' বেহেশতে আল্লাহ তায়ালা একটি মহল তৈরি করে রেখেছেন, এর নাম দারুন নূর বা আলোর মহল। সেই মহলের প্রতিটি জিনিসই আল্লাহ তায়ালা নূর দিয়ে সৃষ্টি করেছেন। সেই মহলটি উন্মুক্ত আকাশে অবস্থিত। এতে প্রবেশের কোনো পথ নেই। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, তাহলে এতে কীভাবে আরোহণ করা হবে? রাসুলুল্লাহ (সা.) বললেন, তখন বলা হবে- 'তোমরা সবাই পড় বিসমিল্লাহির রাহমানির রাহিম। এরপর উড়ে যাবে সেই মহলে।' রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, 'যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া না হবে, সে কাজ অসম্পূর্ণ থাকবে।' এছাড়া বিসমিল্লাহর আরও অনেক বরকত ও তাৎপর্য রয়েছে। তাই আমরা নিয়মিত এই আমলটি করার চেষ্টা করব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়