Friday, December 18

বাজারে আসছে ৬ ইঞ্চির স্মার্টফোন

বাজারে আসছে ৬ ইঞ্চির স্মার্টফোন

কানাইঘাট নিউজ  ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি এ৯ ২০১৬ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে । সম্প্রতি গ্যালাক্সি এ সিরিজের ফোনের বেশ কিছু তথ্য ও একটি ছবি ফাঁস হয়েছে।

স্মার্টফোন বাজারে গ্যালাক্সি এ৩, এ৫ ও এ৭ আসার পর বেশ সাড়া জাগায়। গ্যালাক্সি এ৯ স্মার্টফোনটিও বাজার মাতাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিভাইসটিতে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন থাকবে। ৩জিবি র্যািমের এই ফোনে স্ন্যাপড্রাগন ৬২০ চিপসেট ব্যবহার করা হবে। এতে ৪এক্স করটেক্স-এ৭২ ও ৪এক্স করটেক্স-এ৫৩ কোরের অক্টা-কোর ১.৮হার্টজ প্রসেসর থাকবে।

গ্যালাক্সি এ৯ দেখতে গ্যালাক্সি এ৭ স্মার্টফোনের মতো হবে। এতে মেটাল ফ্রেম ও ২.৫ডি গ্লাস প্যানেল থাকবে।

ডিভাইসটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার ও এফ/১.৯ অ্যাপারেটার থাকবে। ফোনটিতে ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ক্যামেরা প্যানোরেমিক ছবি তোলার সুবিধা দেবে।

৩২জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধার এই ফোনে চার হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ৫.১.১ ললিপপ থাকবে, তবে ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো হালনাগাদের সুবিধা রাখা হবে।

ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও স্যামসাং পে ফিচার থাকবে। এর দরদাম বা অন্যান্য স্পেশিফিকেশনের তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়