Thursday, December 3

কানাইঘাটে মেয়র ও কাউন্সিলর পদে ৫৮ জন প্রার্থী


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১০ জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উৎসব মুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলার প্রার্থীর সমর্থকরা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার মোঃ খালেদুর রহমানের কাছে দিনভর মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বর্তমান মেয়র লুৎফুর রহমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন। তবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন না। আওয়ামীলীগ থেকে বিদ্রোহী মেয়র প্রার্থী নিজাম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, আ’লীগ নেতা আবুল কালাম, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা কৃষকদলের সভাপতি রহিম উদ্দিন ভরসা। মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল সহ বিএনপি এবং জোটের সহযোগী সংগঠনের নতেৃবৃন্দ। জাতীয়পার্টি সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ দলের নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বিগত পৌরসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ (স্বতন্ত্র) মেয়র প্রার্থী হিসাবে তার সমর্থকরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাবেক মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আমীন (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম খোকন (স্বতন্ত্র), মোঃ তাজ উদ্দিন (জাসদ), মাওঃ ইসলাম উদ্দিন (খেলাফত মজলিস), সাবেক কৃতি ফুটবলার প্রবাসী সুলতান আহমদ (স্বতন্ত্র) মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।  শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বলে উপজেলা রিটার্নিং অফিসার মোঃ খালেদুর রহমান কানাইঘাট নিউজকে জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়