Thursday, December 24

লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থতা অর্জনের লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই: হুইপ সেলিম


কানাইঘাট নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সেলিম উদ্দিন বলেন, আগামী দিনের জাতির নেতৃত্ব দানকারী আজকের এই সমাজকে মানসম্পন্ন লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থতা অর্জনের লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে কর্মঠ করে তোলে একই সাথে মাধক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখে। এরকম খেলাধুলা আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়েরা উঠে আসবে। তিনি আরোও বলেন, ক্রিকেটের পাশাপাশি ফুটবলের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করতে হবে। গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের উত্তরভাগ এস.ইউ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব ও ফ্রেন্ডষ্টাফ নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে ও আবু সিদ্দিক সুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক দেলওয়ার হোসাইন, লক্ষনাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খলকুর রহমান (খলকু), সমাজসেবী বুরহান উদ্দিন, তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুব সংহতির সহ-সভাপতি সেবুল আহমদ, যুগ্ম-সাধারন সম্পাদক তাপস চন্দ্র কাপালী, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম বাবর, সদস্য আহাদ আহমদ, লিমন আহমদ, বেলাল আহমদ, খসরু আহমদ, এমদাদুল হক, জাবের আহমদ, সুহেল আহমদ, মিনহাজ আহমদ, আকবর হোসেন, সেলিম আহমদ, সাহেদ আহমদ, এমরান হোসেন, দুলাল আহমদ প্রমুখ। উক্ত খেলায় কেবল নেটওয়ার্ক লক্ষনাবন্দ বনাম ফাইভ স্টার ভাদেশ্বরের মধ্যে খেলা অনুষ্টিত হয়। ফাইব স্টার ভাদেশ্বর ২-১ গোলে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রহিম উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়