Tuesday, December 22

হঠাৎ বাফুফে ভবনে ভাঙচুর

হঠাৎ বাফুফে ভবনে ভাঙচুর
কানাইঘাট নিউজ ডেস্ক: এসএ গেমস সামনে রেখে এ মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ক্যাম্প চলছে মেয়ে ফুটবলারদের। সেই বাফুফে ভবনেই আজ বিকেলে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালাল বাফুফে ভবনে। নেপাল থেকে জয়ের হাসি নিয়ে ফেরা মেয়েরা তখন সেই ভবনেই ছিলেন। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগকে ৩-২ গোল হারিয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব।

এ হারের জের ধরে আরামবাগের একদল সন্ত্রাসী হঠাৎই বাফুফে ভবনে ঢুকে ভাঙচুর শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ভবনের সামনের দেয়ালের সব কাচ ভেঙে ফেলে সন্ত্রাসীরা। ভাঙচুর হয় বাফুফে ভবনের অভ্যর্থনা কক্ষ।

রেহাই পায়নি ভবনের সামনে থাকা ৬-৭টি গাড়ি। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর করে পেশাগত কাজে বাফুফে ভবনে থাকা প্রথম আলোর উপ-ক্রীড়াসম্পাদক পবিত্র কুন্ডুর গাড়িও।

এ হামলার সময় ভবনে অবস্থান করা বাফুফের কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবচেয়ে বেশি মানসিক ধাক্কা লেগেছে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতা জিতে আসা ফুটবলারদের।

ঘটনার ২০ মিনিট পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কেউ কোনো বক্তব্য দেননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়