Saturday, December 5

৭১ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী: হানিফ


ঢাকা: দেশের ৭১ পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে তিনি বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বরের পর এসব প্রার্থী থাকবেন না। এর মধ্যে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের ৭১টি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই চার-পাঁচটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আশা করছি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বরের মধ্যে বাকি সবাই প্রত্যাহার করে নেবেন।” হানিফ বলেন, “কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রার্থীদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহার করাবেন।” বিরোধী রাজনৈতিক দল বিএনপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে দাবি করে মাহবুব উল আলম হানিফ বলেন, “এই নির্বাচন কমিশনের অধীনে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে তারা (বিএনপি) জয় লাভ করেছিল। তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করেছে। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে।” আওয়ামী লীগের এই নেতা বলেন, “আওয়ামী লীগ চায় উৎসবমুখর পরিবেশে জনগণের রায় নিয়ে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। কিন্তু একটি বৃহত্তর রাজনৈতিক দল শুরু থেকেই নির্বাচনকে বিতর্কিত করতে কাল্পনিক অভিযোগ করে আসছেন। বিএনপিকে আশ্বস্ত করতে চাই যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তাদের হয়রানি করার সুযোগ নেই।” নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার সুযোগ নেই্- এমন মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “আমরা আশা করি, বিএনপি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকারকে সহযোগিতা করবেন।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়