Wednesday, December 2

“২০১৯ সালে আ.লীগ-বিএনপি ফাইনাল খেলা”


চুয়াডাঙ্গা: ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মহাম্মদ নাসিম বলেছেন, ওই নির্বাচনই হবে আওয়ামী লীগ-বিএনপির ফাইনাল খেলা। ওই খেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হোয়াইট ওয়াশ হবে বলে জানান তিনি। বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বোমা মেরে, পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করতে পারে, তারা আর যাই হোক জনগণের জন্য রাজনীতি করতে পারে না। তিনি বিএনপি-জামায়াতকে পাকিস্থানের এজেন্ট বলেও মন্তব্য করনে। সামনের দিনগুলো আওয়ামী লীগের জন্য কঠিন সময় উল্লেখ্য করে স্বাস্থ্য মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দার ছেলুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর। পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে সোলাইমান হক জোঃ ছেলুন ও সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম আজাদের নাম ঘোষণা করা হয়। এদিকে, সম্মেলন চলাকালে সম্মেলন স্থলের আধিপত্য নিয়ে বাইরে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ভাংচুর করা হয় ব্যানার ফেস্টুনসহ বেশ কয়েকটি মাইক। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়