Tuesday, December 8

সৌদি আরবকে জার্মানির হুঁশিয়ারি

সৌদি আরবকে জার্মানির হুঁশিয়ারি

কানাইঘাট নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদ প্রশ্নে সৌদি আরবকে হুঁশিয়ারি দিলো জার্মানি। সন্ত্রাসীদের অর্থের যোগান ও মদদ দেয়া বন্ধ করতে এ হুঁশিয়ারি দের জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল।

জার্মানির একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে জার্মানির ভাইস চ্যান্সেলর দাবি করেন সৌদি উগ্রবাদীদের অর্থ দিচ্ছে এবং জন নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

সাক্ষাতকারে গ্যাব্রিয়েল বলেন, 'আমরা সৌদিকে বলে দিতে চাই যে সন্ত্রাসে মদদ দিয়ে পার পেয়ে যাওয়ার সময় শেষ। দেশটি বিশ্বজুড়ে জঙ্গিবাদের মতাদর্শ প্রচারে ব্যবহৃত ওয়াহাবি মসজিদগুলোতে অর্থ অনুদানের নামে কার্যত উগ্রবাদ উস্কে দিচ্ছে। জার্মানির নিরাপত্তার জন্য হুমকি হওয়া উগ্রবাদীরাও ওয়াহাবি সন্ত্রাসী মনোভাবাপন্ন'।

সৌদি আরবের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন না হলেও পশ্চিমাদের প্রধান আরবমিত্র সৌদি আরবের বিরুদ্ধে প্রথমবার সরাসরি অভিযোগ তুললেন ইউরোপের কোনো শীর্ষ নেতা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়