Saturday, November 21

শেষ সাক্ষাতের জন্য সাকা-মুজাহিদের পরিবারকে কারাগারে ডাক


কানাইঘাট নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারকে শেষ সাক্ষাতের জন্য ডেকেছে কারা কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারাগারের উদ্দেশে বাসা থেকে বের হন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কারা কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের চিঠি দিয়েছে। এরআগে, আইনমন্ত্রী জানিয়েছেন, সাকা ও মুজাহিদের প্রাণভিক্ষা আবেদনের উপর মতামত দিয়ে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পাঠানো হয়েছে। তাঁর সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, শনিবার নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন তাঁরা। তবে তাদের প্রাণভিক্ষার আবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পরিবার। তবে সাকা ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বাবার ক্ষমা চাওয়া বিশ্বাস হয় না। শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ে একটি আবেদন নিয়ে গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতির কার্যালয় সেটি গ্রহণ করেনি। এছাড়াও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন বলে গণমাধ্যমে প্রচারিত খবর অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। জানা গেছে, আজ রাত ১০টার পর যেকোনো সময় কার্যকর করা হতে পারে সাকা ও মুজাহিদের ফাঁসি। সরকারের নীতি নির্ধারকদের একজনের সূত্রে এই তথ্য মিলেছে। যারা ফাঁসির আদেশ কার্যকর করবেন তাদেরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাষ্ট্রপতির সিদ্ধান্তের পরই এই ব্যাপারে তাদেরকে জানানো হবে। তবে কোন কারণে রাষ্ট্রপতি তাদের আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিলে ভিন্ন হতে পারে, কিংবা সময় পরিবর্তন হতে পারে, না হলে আজই তাদের রায় কার্যকর করা হতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়