Tuesday, November 24

ঘড়ি বালকের দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দাবি


কানাইঘাট নিউজ ডেস্ক: টেক্সাসের স্কুলছাত্র 'ঘড়ি বালক' হিসেবে পরিচিতি পাওয়া সেই আহমেদ মোহামেদকে নিশ্চয়ই ভুলে যাননি। তাকে হয়রানি করায় তার পরিবার নগর এবং স্কুল কর্তৃপক্ষের কাছে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে। অন্যথায় দুই কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়ার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। সোমবার ক্ষতিপূরণ চেয়ে আর্ভিং নগর কর্তৃপক্ষ এবং ম্যাকআর্থার স্কুলে আলাদাভাবে চিঠি পাঠিয়েছেন আহমেদ পরিবারের আইনজীবীরা। ঘড়ি নিয়ে যা ঘটেছিল অর্থাৎ আহমেদের গ্রেফতার ও অভিভাবকদের অনুপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করাকে অবৈধ আখ্যা দিয়ে ওই ঘটনার জন্য দুই কর্তৃপক্ষকেই ক্ষমা চাইতে বলা হয়েছে চিঠিতে। চলতি বছরের সেপ্টেম্বরে নিজের তৈরি করা একটি ঘড়ি শিক্ষকদের দেখাতে নিয়ে গিয়েছিলেন ম্যাকআর্থার স্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী আহমেদ। কিন্তু তার ঘড়িটিকে বোমা ভেবে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়। তারপরই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেইসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমগুলোতে আহমেদের সমর্থনে ‘আই স্ট্যান্ড উইথ আহমেদ’ ও ‘ইঞ্জিনিয়ার্স ফর আহমেদ’ হ্যাশট্যাগ দিয়ে লাখ লাখ ক্ষুদে বার্তা আসতে থাকে। আহমেদকে হয়রানির ক্ষতিপুরণ হিসাবে নগর কর্তৃপক্ষের কাছে এক কোটি এবং স্কুল কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছে তার পরিবার। এই অর্থ না পেলে আগামী ৬০ দিনের মধ্যে মামলা করা হবে চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনা বিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে এবং ওই কিশোর নানা ধরনের হুমকির শিকার হন, যার ফলে তিনি ‘গভীরভাবে মানসিক বিপর্যয়ের’ শিকার। সে সময় অনেক বিখ্যাত ব্যক্তিও আহমেদের প্রতি তাদের সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দেন। ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও সবাইকে আহমেদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। পরে তাকে বাবা-মার জিম্মায় ছেড়ে দেয়া হয়। ঘড়িকাণ্ডের পর টাইম ম্যাগাজিনের করা ২০১৫ সালে বিশ্বের প্রভাবশালী ৩০ কিশোর-কিশোরীর তালিকায় উঠে আসে আহমেদের নাম। ১৪ বছর বয়সী আহমেদ বর্তমানে পরিবারের সঙ্গে কাতারের দোহায় রয়েছেন। কাতার ফাউন্ডেশনের দেয়া শিক্ষা, বিজ্ঞান ও সামাজিক উন্নয়ন বিষয়ক মেধাবৃত্তি নিয়ে তিনি সেখানেই পড়াশোনা করছেন। এই ফাউন্ডেশন আহমেদকে মাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত পূর্ণ মেধাবৃত্তি দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়