Monday, November 23

আজও স্থবির ব্রাসেলস, অভিযানে আটক ১৬


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৬ জনকে আটক করেছে পুলিশ। তবে প্যারিসে হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে খুঁজে পায়নি এখনো। সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কাবস্থার কারণে আজ সোমবারও ব্রাসেলসের জনজীবন প্রায় স্থবির। বিশ্ববিদ্যালয়, স্কুল ও পাতাল রেল বন্ধ। দোকানপাট, শপিং মল, কফি শপ এসবও গত দু-তিন দিন ধরে বন্ধ। রাস্তাঘাট জনশূন্য। শহরের রাস্তায় টহল দিচ্ছে সৈন্যরা। খবর বিবিসির। ধারণা করা হয়, প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেস্লাম হামলার পর বেলজিয়ামে ফিরে আসেন। তিনি ব্রাসেলসের কোথাও লুকিয়ে আছেন বলে সন্দেহ করা হচ্ছে। আজও স্থবির ব্রাসেলস, অভিযানে আটক ১৬ বেলজীয় কর্তৃপক্ষ জানায়, আবদেস্লামসহ সন্দেহভাজনদের ধরতে ব্রাসেলস ও চারলেরয় শহরে রবিবার ২২টির মতো অভিযান চালানো হয়েছে। কিন্তু এসব অভিযানে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছেন, শহরটি যাতে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে সে জন্য এসব অভিযান চালানো হচ্ছে। ১৩ নভেম্বর প্রায় একই সময়ে প্যারিসের ছয় স্থানে চালানো হামলায় ১৩০ জন নিহত এবং ৩৫০ জনের বেশি আহত হয়। ফ্রান্স বলেছে, প্যারিসে হামলা করার পরিকল্পনা হয়েছে সিরিয়ায়, কিন্তু হামলা চালানো হয়েছে বেলজিয়াম থেকে। বেলজিয়ামের স্বরাষ্ট্র্রমন্ত্রী বলছেন, প্যারিসের মতো বেলজিয়ামে হামলা হতে পারে এমন বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়