Saturday, November 21

মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন ভিত্তিহীন: জামায়াত


কানাইঘাট নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আবেদন করেছেন বলে যে খবর প্রচার হয়েছে তা অসত্য ও বিভ্রান্তকর বলে মন্তব্য করেছে জামায়াত। শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন। একইসঙ্গে এ ধরণের সংবাদ প্রচার বন্ধেরও আহবান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে কারা অধিদপ্তরের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে যে, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার আবেদন করেছেন। প্রচারিত এ খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।’ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের নিকট প্রাণভিক্ষার বিষয়ে কোন বক্তব্য দেননি। পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্যে জানানো হয়েছে যে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আইনজীবীদের সঙ্গে পরবর্তী আইনি বিষয়ে পরামর্শ করতে চান। (ঢাকাটাইমস/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়