Saturday, November 14

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় খালেদার শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে সিরিজ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি তিনি এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা জানান। শনিবার পাঠানো এক শোকবার্তায় সাবেক প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুব্ধ। এই ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত হওয়ায় এবং কয়েক শ মানুষের আহত হওয়ার ঘটনার খবরে আমি উদ্বিগ্ন, শোকাহত। ‘আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা করছি।’ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সব ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সব মানুষের পাশে আমরা আছি এবং থাকব।’ বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপনও এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারাবিশ্বের মানুষের সঙ্গে আমরাও ফ্রান্সের জনগণের এই দুঃসময়ে তাদের পাশে রয়েছি এবং আমাদের দলের পক্ষে সংহতি প্রকাশ করছি। এই সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থাও হবে বলে আমরা আশা করছি।’ স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসে প্রায় একই সময়ে ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫৩ জন লোক নিহত হয়। আহত হয় শতাধিক লোক। হামলার ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব সীমান্তও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়