Monday, November 23

১২ বছর ধরে গোসল করেননি


কানাইঘাট নিউজ ডেস্ক: পানিই জীবন। পানি ছাড়া আবার মানুষ বাঁচে নাকি! কিন্তু পানি গায়ে লাগলে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে শুনেছেন কখনও! তেমনই অবাক করা এক বাস্তব নিকি হার্স্টের জীবনে। নিকি থাকেন ইংল্যান্ডে। জাতিতে ব্রিটিশ। গত ১২ বছর গোসল করা হয়নি তার। কারণ, পানি সহ্য হয় না নিকির। গায়ে মানে ত্বকে এক ফোঁটা পানি লাগলেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন নিকি। এ কারণে গত ১২ বছর ধরে চিকিৎসকরা তাকে বিশেষ চিকিৎসা সেবা দিচ্ছেন। নারী যখন, তখন বাড়ির কাজও তো তাকে কিছু করতে হয়। যাতে পানি হাতে লাগার সম্ভাবনা। কিন্তু সেই ধরনের কাজগুলো করার সময় যাতে হাতে জল না লাগে সেজন্য হাতে গ্লাভস পরে নেন নিকি। ৫০ লাখ মানুষের মধ্যে এমন ঘটনা, কেবল একজনের হতে পারে, চিকিৎসকরা এমনটাই বলছেন। পানি পান করাটাও বিপজ্জনক হয়ে গিয়েছে নিকির। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পানি দেওয়া হয়। প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। না, গোটা ইংল্যান্ডে আর একজনের ক্ষেত্রেও এমনটা করতে হয় না। তাহলে কি নিকি সুস্থ হবেনই না! চিকিৎসকরা বলছেন, না সুস্থ হবেন না। তবে এভাবেই নিয়মিত চিকিৎসা করে যেতে থাকলে, বেঁচে থাকতে অসুবিধা হবে না তার। সূএ:জিনিউজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়