Saturday, November 21

সিলেটে ফ্লাইওভার নির্মাণকে ’না’ সেতুমন্ত্রীর


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা বৃদ্ধির জন্যে নগরীতে ফ্লাইওভার হবে এমন স্বপ্ন সিলেটবাসীর। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিকল্পনাধীন ‘অন্যতম আগ্রহের’ প্রকল্পের মধ্যেও এই ফ্লাইওভার রয়েছে। তবে, সিলেটে ফ্লাইওভার নির্মাণকে ‘না’ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিলেটে সফররত সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, সিলেট নগরীকে যানজটমুক্ত করতে ফ্লাইওভার নয়, টার্নিংয়ের ব্যবস্থা করতে হবে। ফ্লাইওভার করলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্থ হবে। আমরা চাই না কাউকে ক্ষতিগ্রস্থ করতে। প্রয়োজনে আন্ডারপাস করা হবে। সিলেট-তামাবিল-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নিত করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাসড়ক চারলেনে উন্নিত করার ব্যাপারে আন্তরিক। এছাড়া সিলেট-ভোলাগঞ্জ ৩৩ কিলোমিটার সড়ক উন্নয়নে সাড়ে চারশত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ওই সড়কের কাজ শুরু হবে। সিলেট ও হবিগঞ্জ এলাকার ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারে আগামী ১০দিনের মধ্যে দরপত্র আহ্বানের নির্দেশ দেয়া হয়েছে বলেও মতবিনিময়ে জানান তিনি। শনিবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউসে সিলেটের সড়ক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। দুইদিনের সফরে শুক্রবার দিনগত রাতে সিলেট এসে পৌছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সন্ধ্যায় জালালাবাদ সেনানিবাসের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার অংশ নেবার কথা রয়েছে। রোববার সকালে সিলেটের নবনির্মিত কাজিরবাজার সেতু পরিদর্শন শেষে ঢাকার পথে রওয়ানা হবেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়