Tuesday, November 10

আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে: সুরঞ্জিত


ঢাকা:তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, এই ষড়যন্ত্র স্বরাষ্ট্রমন্ত্রীকে খতিয়ে দেখতে হবে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ফেসবুকে আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি নাকি বলেছি মসজিদে তালা মার, মাদ্রসা ভেঙে ফেল। তার মানে একটা ষড়যন্ত্র পাকানো হচ্ছে। আমারেও মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে।” সামাজিত যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে তার বিরুদ্ধে যড়ষন্ত্র করা হচ্ছে অভিযোগ করে সুরঞ্জিত বলেন, “আমি কোনো দিন কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানিনি। কারণ ব্যক্তিগতভাবে আমি একজন ধার্মিক ব্যক্তি।” আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতি আরো বলেন, “আমি আটবার নির্বাচিত এমপি। আমার নির্বাচনী এলাকায় এমন কোনো মসজিদ-মাদ্রাসা নেই যাদের আমি অনুদান দেইনি। কারা আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তা স্বরাষ্ট্রমন্ত্রীকেই খতিয়ে দেখতে হবে। এরা কেন এ ধরনের কাজ করছে তা খতিয়ে দেখতে হবে।” বর্ষীয়ান এই নেতা বলেন, “আমি অসুস্থ একজন মানুষ। সম্প্রতি বড় অপারেশন করতে হয়েছে আমার হার্টে। হার্টের অর্ধেক কেটে ফেলে দিতে হয়েছে। এই সময় আমাকে নিয়ে এ ধরনের জঘন্য অপপ্রচারের নিন্দা জানাই।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়