Sunday, November 8

আবারো কমেছে সোনার দাম


কানাইঘাট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর কাল সোমবার থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট স্বর্ণ কাল থেকে ৪২ হাজার ৫১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ এবং ১৮ ক্যারেটের দাম কমে হচ্ছে ৩৩ হাজার ৭৬৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২২ হাজার ৬৮৬ টাকা। জুয়েলার্স সমিতি আজ রোববার (০৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। জুয়েলার্স সমিতি বলছে, আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৭৪০,২১ ক্যারেট ৪১ হাজার ৬৪০ এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯৯২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৩ হাজার ৯১১ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়