Sunday, November 8

রায় শুনে যা বললেন রাজনের বাবা ও আইনজীবী


সিলেট, রবিবার, ০৮ নভেম্বর ২০১৫ :: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আজিজুর রহমান ও রাজনের বাবার নিযুক্ত আইনজীবী এডভোকেট শওকত হোসেন চৌধুরী। রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তারা নিজেদের সন্তোষ প্রকাশ করেন। রাজনের বাবা আজিজুর রহমান বলেন, রায়ে আমি খুশি। আদালত, বিচারক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। তিনি বলেন, আমি চাই রায় দ্রুত কার্যকর হোক। এজন্য রায় কার্যকর হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে রায়ে নিজের সন্তোষ জানিয়েছেন রাজনের বাবার নিযুক্ত আইনজীবী এডভোকেট শওকত হোসেন চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। রায়ে আমি সন্তোষ প্রকাশ করছি। এ ধরনের জঘন্য হত্যাকান্ডে এরকম রায়ই হওয়া উচিত। প্রসঙ্গত, রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলমাসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত বাকি ৩ জন হচ্ছে জালালাবাদ থানার পীরপুর গ্রামের মৃত মব উল­াহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল­াহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮)। তন্মধ্যে পাভেল পলাতক রয়েছে। আলোচিত এই হত্যা মামলায় পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নূর মিয়া (২০) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রধান হোতা কামরুল ইসলামের মেজো ভাই মুহিদ আলম (৩২), বড়ভাই আলী হায়দার ওরফে আলী (৩৪) ও ছোটভাই শামীম আলমকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এদিকে রায়ে দুলাল ও আয়াজ আলীকে একবছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া এই হত্যা মামলায় খালাস পেয়েছেন ফিরোজ আলী, আজমত উল­াহ ও রুহুল আমিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়