Monday, November 23

প্যারিস হামলার পর যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ বেড়েছে


কানাইঘাট নিউজ ডেস্ক: ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাজ্যজুড়ে মুসলিম বিদ্বেষ বেড়েছে ৩০০ শতাংশ। সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হচ্ছে মুসলিম তরুণী ও নারীরা। ব্রিটিশ সরকারের প্রস্তুত করা এক পরিসংখ্যানে এ চিত্র তুলে ধরা হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, ১৪ থেকে ৪৫ বছর বয়সী তরুণী-নারীরা যুক্তরাজ্যের নাগরিকদের ঘৃণার শিকার হচ্ছে। আর যুক্তরাজ্যের ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-পুরুষরাই মুসলিম নারীদের প্রতি হিংসা দেখাচ্ছে। হিজাব বা নেকাব পরার কারণে মুসলিম নারীদের হেনস্তার শিকার হতে হচ্ছে। এতে যুক্তরাজ্যের মুসলিমরা আতঙ্কে দিন পার করছে। তবে ব্রিটিশ সরকার এ বিষয়ে নাগরিকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে। সরকারি হেল্পলাইন ‘টেল মামা’ এই পরিসংখ্যান তৈরি করেছে। পরিসংখ্যানে আরো বলা হয়েছে, পথে, কর্মস্থলে এবং মসজিদে ব্রিটিশদের ঘৃণার শিকার হচ্ছে মুসলিম-নারী পুরুষ। মসজিদে মুসলিম পুরুষদের ঘৃণামূলক কথা বলা হচ্ছে। কটূক্তি ও কটাক্ষে জর্জরিত করা হচ্ছে তাদের। জাতিগত হিংসা এক প্রকার মাথা চাড়া দিয়ে উঠেছে যুক্তরাজ্যে। কিন্তু ঘৃণার শিকার হওয়ার পর ভুক্তভোগীরা ভয়ে পুলিশ বা কমিউনিটির কাছে অভিযোগ করছে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়