Tuesday, November 10

৫ দফা দাবি আদায়ের লক্ষে জৈন্তাপুরে ঔষধ কোম্পানির বিক্রয়কর্মীদের মানববন্ধন


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশানের ন্যায়, বৃহত্তর জৈন্তিায়া তথা জৈন্তাপুর,গোয়াইনঘাট,কানাইঘাট উপজেলায় ফার্মাসিউটিক্যালসে কর্মরত মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের দাবি আদায়ের লক্ষে বিশাল মানববন্ধন ও কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার ঐতিহ্যবাহী জৈন্তাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়ার)সভাপতি মাসুক আহমদ,র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব,র ও সাহার আহমেদ হারিছ,র সঞ্চালনায় মানব বন্ধনে সরকারের নিকট তাদের দাবি গুলো তুলে ধরেন।সরকারী প্রে-স্কেল ৭ম গ্রেড সম-পরিমান বেতন নির্ধারণ।নির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ ও চাকুরী নিশ্চয়তা প্রদান।ফারিয়া নামক সংগঠনকে সরকার কর্র্তৃক স্বীকৃত প্রদান।সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য সরকারী ছুটি প্রদান।মানব বন্ধনটি জৈন্তাপুর উজেলার প্রধান-প্রধান সড়ক পদক্ষীন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি মাসুক আহমেদ এরোষ্টু ফার্মা,এলকো ফার্মা র বেলাল আহমেদ,ওরিয়ন ফার্মার সুকোমার রায় প্রমুখ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়