Monday, November 9

বাংলাদেশের সঙ্গে আইএসের বিরোধ নেই: বেনজীর


খুলনা: দেশে জেএমবিসহ অন্যান্য জঙ্গি গ্রেপ্তার হলেও আইএসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন ল্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে আইএস হলো টঙ্গী ও যাত্রীবাড়িতে তৈরি। সরকার ও দেশের মানুষের সঙ্গে আইএসের কোনো বিরোধ নেই আজ সোমবার খুলনা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বেলা দুইটায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামিক স্টেটের ( আইএস ) নাম প্রচার করা হচ্ছে উল্লেখ করে র‌্যাবের ডিজি বলেন, গত জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত জেএমবির ৫৭ জন সদস্য ও অন্যান্য জঙ্গি দলের ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আইএসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বেনজীর আহমেদ বলেন, “দুটি হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আইএসের নামে পোস্টিং দেওয়া হয়। এই পোস্টিং দেওয়া হয় গাজীপুরের টঙ্গি ও ঢাকার যাত্রীবাড়ি থেকে। এই আইএস মেইড ইন টঙ্গী ও মেইড ইন যাত্রীবাড়ী। চলতি বছরের প্রথম দিকে লন্ডন ও ভারত থেকে দুটি দল এই সংগঠনের প্রচার ও প্রসার করতে এসে গ্রেফতার হয়েছিল। সরকার ও দেশের মানুষের সঙ্গে আইএসের কোনো বিরোধ নেই।” চেকপোস্টে দুই পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে র‌্যাবের ডিজি বলেন, চেকপোস্টে পুলিশের কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখন গুলি করতে পারবে তা আইন দ্বারা নির্ধারিত আছে। তাই নতুন করে গুলি করার নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম মনির উজ জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, র‌্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়