
কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথম
বিপিএলে ১৫ উইকেট নিয়ে আর ২৮০ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব।
পরের আসরেও উইকেট ছিল ১৫টি, রান করেছিলেন ৩২৯। যথারীতি আবারও টুর্নামেন্টের
সেরা।
রংপুর রাইডার্সের অধিনায়ক এবার ৪ ম্যাচে ৬৪ রান করেছেন, উইকেট নিয়ে ফেলেছেন এর মধ্যেই ১০টি। এবারের আসরের সেরা হওয়ায় লড়াইয়ে তাকে এখন ‘ফেভারিট’ বলাই যায়।
বুধবার ২৪ রান করে ও ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন। বৃহস্পতিবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৩৩ রান ও ৩ উইকেট নিয়ে আবারও হয়েছেন ম্যাচ-সেরা।
পরে সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠল আরেকবার টুর্নামেন্ট সেরা হওয়া নিয়ে। মুখে হাসি নিয়ে সাকিব বললেন, “আসলে শেষ দুই বিপিএলে গাড়ি ছিল, এবার গাড়ি তো দেখছি না! গাড়ি দেখলে হয়তো আকর্ষণ বেশি থাকত!”
সংবাদ সম্মেলনে কক্ষে সবার হাসি হুল্লোড়ের মাঝে অবশ্য ‘সিরিয়াস’ উত্তরটাও দিলেন সাকিব।
“আসলে সব সময়ই চেষ্টা করি দলের জন্য অবদান রাখতে। যেখানেই খেলি, সেরাটা দিতে চাই। খারাপ খেললে যখন বাসায় যাই বা হোটেলে যাই কিংবা ড্রেসিং রুমে থাকি, তাহলে যে অনুভূতিটা কাজ করে ভেতরে, সেটা তো আমি জানি! ওই অনুভূতি আমি কখনই পেতে চাই না।”
রংপুর রাইডার্সের অধিনায়ক এবার ৪ ম্যাচে ৬৪ রান করেছেন, উইকেট নিয়ে ফেলেছেন এর মধ্যেই ১০টি। এবারের আসরের সেরা হওয়ায় লড়াইয়ে তাকে এখন ‘ফেভারিট’ বলাই যায়।
বুধবার ২৪ রান করে ও ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন। বৃহস্পতিবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৩৩ রান ও ৩ উইকেট নিয়ে আবারও হয়েছেন ম্যাচ-সেরা।
পরে সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠল আরেকবার টুর্নামেন্ট সেরা হওয়া নিয়ে। মুখে হাসি নিয়ে সাকিব বললেন, “আসলে শেষ দুই বিপিএলে গাড়ি ছিল, এবার গাড়ি তো দেখছি না! গাড়ি দেখলে হয়তো আকর্ষণ বেশি থাকত!”
সংবাদ সম্মেলনে কক্ষে সবার হাসি হুল্লোড়ের মাঝে অবশ্য ‘সিরিয়াস’ উত্তরটাও দিলেন সাকিব।
“আসলে সব সময়ই চেষ্টা করি দলের জন্য অবদান রাখতে। যেখানেই খেলি, সেরাটা দিতে চাই। খারাপ খেললে যখন বাসায় যাই বা হোটেলে যাই কিংবা ড্রেসিং রুমে থাকি, তাহলে যে অনুভূতিটা কাজ করে ভেতরে, সেটা তো আমি জানি! ওই অনুভূতি আমি কখনই পেতে চাই না।”
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়