Wednesday, November 11

দলে জাগরণ সৃষ্টি করতে সম্মেলন: আশরাফ


গোপালগঞ্জ: ক্ষমতার বাইরে থাকলে দল বেগবান হয়, আর ক্ষমতায় থাকলে গতি একটু কমে যায়্- এই কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “ তাই দলে নতুন করে জাগরণ সৃষ্টি করতে সম্মেলনের আয়োজন করা হয়। নতুন নেতা নির্বাচিত করা হয়।” বুধবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সৈয়দ আশরাফ আরো বলেন, “আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতি। আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করি।” সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “দেশের মানুষের আস্থা হারিয়ে খালেদা জিয়া বিদেশে বসে যুদ্ধাপরাধীদের রক্ষায় ষড়যন্ত্র করছেন। জনগণ শেখ হাসিনার সাথে আছে। তাদের নিয়ে শেখ হাসিনা যুদ্ধাপরাধী, ঘাতক, জঙ্গি খালেদা জিয়ার ষড়যন্ত্র মোকাবেলা করবেন।” সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজ্জাম্মেল হক, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে চৌধুরী এমদাদুল হককে সভাপতি ও মাহাবুব আলী খানকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়