Saturday, November 14

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকার প্রত্যয় জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে বার্তা পাঠিয়েছেন । ফ্রান্সের রাজধানীতে শুক্রবার সন্ধ্যায় প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হন। হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ; বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেছেন, “প্যারিসে বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় বহু নিস্পাপ মানুষ নিহত ও আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত।” বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বলেছেন, “সন্ত্রাসী সন্ত্রাসীই, তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই; সভ্য সমাজে অবশ্যই তাদের কোনো জায়গা হবে না।” ইউনস্কোর সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহেই শেখ হাসিনার প্যারিস সফরের কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়