Wednesday, November 11

কানাইঘাটে কীটনাশকযুক্ত মশারি বিতরণ


নিজস্ব প্রতিবেদক: ম্যালেরিয়া প্রবণ ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এনজিও সংস্থা সীমান্তিকের উদ্যোগে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাক ও সীমান্তিকের যৌথ উদ্যোগে লক্ষীপ্রসাদ ইউপি কার্যালয়ে মশারী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষীপ্রসাদ ইউপির চেয়ারম্যান ডাক্তার মোঃ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সীমান্তিক ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম কানাইঘাটের অর্গানাইজার মোঃ আবুল কালামের পরিচালনায় উক্ত মশারী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সীমান্তিকের সিলেট শহর কমিটির সভাপতি আব্দুল আহাদ, সীমান্তিকের জকিগঞ্জ-কালিগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী, সীমান্তিকের কার্যকরি কমিটির জকিগঞ্জের মহাসচিব আব্দুল কুদ্দুছ, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ম্যানেজার কবির আহমদ, ব্র্যাকের উপজেলা সিনিয়র ম্যানেজার কার্তিক বিশ্বাস, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, লক্ষীপ্রসাদ ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সমাজকর্মী সেলিম চৌধুরী, ইউপি সদস্য মস্তাক আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম কানাইঘাটের প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল হোসেন। উদ্বোধনী দিনে সীমান্তিকের উদ্যোগে ২৩৭টি পরিবারে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম, ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক, ৫নং বড়চতুল, ৭নং দক্ষিণ বানীগ্রাম ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির ম্যালেরিয়া প্রবণ এলাকায় আগামী ডিসেম্বরের মধ্যে ১৬ হাজার কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে বলে সীমান্তিকের ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়