Saturday, November 14

প্যারিসে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


কানাইঘাট নিউজ ডেস্ক: প্যারিসে বর্বরোচিত হামলার পর দেশটিতে থাকা বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানতে বা জানাতে হটলাইন চালু করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। এ হামলার ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর এখনও জানা যায়নি। শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনে দূতাবাসের নম্বর +৩৩১৪৬৫১৯০৩৩ এ কল করতে পারবেন বাংলাদেশিরা। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে দায়িত্বে থাকা টিএম রেজাকে +৩৩৬৫১৩৬০২২২ এবং ওয়াহিদ তাহেরকে +৩৩৬১৪৪৯৭০৯৫ নম্বরে পাওয়া যাবে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। একযোগে চালানো এসব হামলায় নিহত হন অন্তত ১২৭ জন। আহত হন শতাধিক লোক। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ হত্যাকাণ্ডের জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, ফ্রান্সের বাইরে থেকে করা পরিকল্পনায় ভেতরে থাকা ব্যক্তিদের সহায়তায় এই হামলা চালিয়েছে দায়েশ (আইএস)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়