Tuesday, November 17

কানাইঘাট চতুল বাজারে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট চতুল বাজারের জামে মসজিদ মার্কেটে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় শাখা প্রাঙ্গনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী হাজী নূর উদ্দিনের সভাপতিত্বে ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং সিলেটের সিও মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট বড়চতুল ইউপির চেয়ারম্যান ও চতুল বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুবেশ্বির আলী। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর চারিকাটা ইউপির চেয়ারম্যান লায়ন আব্দুল হক, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সমাজকর্মী কিউএম ফররুখ আহমদ ফারুক। বক্তব্য রাখেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সিলেটের এরিয়া ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, শ্যামল চন্দ্র দাস, ঢাকা হেড অফিসের মোঃ মতিউর রহমান, সেল্স ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, চতুল বাজার ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট আশিষ দে প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে ব্যাংকের কর্মকর্তা ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে চতুল বাজার ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন। উক্ত শাখা থেকে এলাকার ব্যবসায়ী ও প্রবাসী পরিবারসহ সভাই ডাচবাংলা ব্যাংকের যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন বলে ব্যাংকের কর্মকর্তারা জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়