কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রথমে গরু-ছাগল, কবুতর এরপর কুমির পালন সবশেষে সাপ পালন করছেন তারা। শুধু যে সাপ পালন তা নয়, সাপের সঙ্গে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। সাপের কথা শুনলে ভয়ে আমরা সবাই আঁতকে উঠি। কিন্তু সেই সাপের সঙ্গেই যখন বসবাস করতে হয়, তখন বিষয় কতটা ভয়ানক হয়ে দাড়াতে পারে। পাকিস্তানের দুই-ভাই হামজা ও হাসান হোসেন ছোটকাল থেকে সাপ পালন করেন। তারা ছোটকালে জঙ্গল বই নামের একটি কার্টুন দেখে তাদের মাঝে সাপ পালার ইচ্ছা জাগে। মূলত সে ইচ্ছাকে সত্যিতে রূপান্তরের জন্য তারা এই পথে চলে আসেন।
হাসান ২২ বছর বয়সের মেডিকেলে পড়ুয়া একজন ছাত্র। তিনি তার জীবনের প্রথম সাপ একজন প্রাণী বিক্রেতার নিকট হতে ১৫ পাউন্ড মূল্যের বিনিময়ে ক্রয় করেন। তারপর হাসান জানান, কোরবানি ঈদের জন্য গরু ও ছাগল ক্রয় করার পর তিনি কবুতর পালন করতেন। তারপর একসময় তারা কুমিরও পালন করেছেন। তারপর থেকে তারা সাপ পালন শুরু করে।
তারপর তারা ছয় মাস পর ছয় ফুট লম্বা পাইথন সাপ কিনে আনেন, যার ওজন ১৫০ পাউন্ড। তখন থেকে আজ পর্যন্ত ৫ বছর শেষ হয়ে গেছে, এতদিনে তারা দুইভাই মিলে ১০০টি সাপ কিনেছেন এবং পালন করছেন।
এখন তারা এসকল সাপের বাচ্চাদের রপ্তানি করেন। মূলত তারা বর্তমানে সাপের ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। এ পর্যন্ত তারা ১৬টি পাইথন রপ্তানি করেছেন। এখন তাদের নিকট ১০০টির অধিক সাপ রয়েছে। তাদেরকে এলাকার সবাই পাইথন ভাই নামে চিনেন।
Thursday, November 26
এ সম্পর্কিত আরও খবর
ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া লাভ না ক্ষতি? যা বলছেন পুষ্টিবিদরা বহু বছর ধরে পাউরুটি বাংলাদেশের একটি অতি পরিচিত খাবার। ধনী-গরিব সবাই এই খাবারটি ব্যাপক পরিমাণে
ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়বেন ঘূর্ণিঝড়, ঝড়ো বাতাসসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকতে
১৯৫৫ - বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় আজ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং। ১৮ অগ্রহায়ণ ১৪৩১, বাংলা। ২ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। আজ গ্র
কোলেস্টেরলের মহৌষধ আদাপানি! গ্যাস-অ্যাসিডিটি কমাতেও ওস্তাদ সকালে উঠে খালি পেটে পানি পান করার মতো সুঅভ্যাস অনেকেরই আছে। এই সুঅভ্যাসের নৌকায় চড়েই আপনি জী
মনিটাইজেশন আরও সহজ করছে ফেসবুকফেসবুক হলো মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২
২৬ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা আজ শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ● ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ● ২২ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়ের
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়