Wednesday, November 11

বগুড়ায় সাজ সাজ রব


বগুড়া: প্রায় সাত বছর পর বগুড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শাসন মেয়াদের পাঁচ বছরে কোনোদিন এখানে আসেননি। টানা দ্বিতীয় মেয়াদের দুই বছরের মাথায় কাল বৃহস্পতিবার সকালে প্রথম বগুড়ায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাই বগুড়ার নেতাকর্মীদের মধ্যে সাজসাজ রব। শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বগুড়া পৌঁছে সেনানিবাসে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বেলা আড়াইটায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বগুড়া শহরে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। শহরজুড়ে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবারই জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে পুলিশের প্রায় সাত হাজার সদস্য বগুড়ায় অবস্থান করছেন। জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমানের সঙ্গে মঙ্গলবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবারের বগুড়া সফরের সময় ১৯টি প্রকল্প উদ্বোধন ও ১৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭৬৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়