Tuesday, November 10

নূর হোসেনের প্রতি বিএনপির শ্রদ্ধা


ঢাকা: স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতারা। বিএনপির সহদপ্তর সম্পাদক শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন বুকে-পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিলেন। মিছিলের সামনে থোকা এই যুবককে স্বৈরশাসকের পুলিশ গুলি করে হত্যা করে। নূর হোসেনের রক্তের ধারা বেয়েই নব্বইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে স্বৈরশাসকের, মুক্ত হয় গণতন্ত্র।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়