Monday, November 23

মাঠ দখলে ছিল আওয়ামী লীগের


কানাইঘাট নিউজ ডেস্ক: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, জাতীয় প্রেসক্লাব, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলিস্থানের জিরো পয়েন্ট ও পুরানা পল্টনসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। বেলা ১১টার দিকে হরতালবিরোধী প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এতে বক্তব্য রাখেন। একই সময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিল বের কর আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ করে। এর আগে সকালে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিত আহমেদ খানের নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউ থেকে একটি মিছিল শুরু হয়ে জিপিও, পল্টনসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদের নেতৃত্বে বনানী, সাত রাস্তা, মহাখালী, ফার্মগেট ও পান্থপথ এলাকায়ও হরতালবিরোধী মিছিল হয়েছে। এছাড়া সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল হক রেজার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী মিছিল হয়। এছাড়া আওয়ামী ওলামা লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটও আলাদা আলাদা হরতালবিরোধী মিছিল করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়